বাসস
  ২৯ অক্টোবর ২০২৩, ১৩:৫৭

কোন চাপে নেই হেড

ধর্মশালা, ২৯ অক্টোবর, ২০২৩ (বাসস/এএফপি) : বিশ^কাপে  নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ রানের নাটকীয় জয়ের দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। চলতি আসরে প্রথমবারের মত একাদশে  ফিরলেও  দুর্দান্ত এই ইনিংস খেলতে কোন ধরনের চাপ অনুভব করেননি হেড। 
দক্ষিণ আফ্রিকায় মাত্র ছয় সপ্তাহ আগে হাতের হাড়ে চিড় ধরার পর সুস্থ হয়ে দলে ফিরে ২৯ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার ৬৭ বলে ১০টি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারির সহায়তায় ১০৯ রানের অসাধারন ইনিংস খেলেছেন। ওপেনিং জুটিতে তিনি ডেভিড ওয়ার্নারের (৮১) সাথে ১৭৫ রানের পার্টনারশীপ গড়ে তুলেন। তাদের এই জুটিতে অস্ট্রেলিয়া ৩৮৮ রানের বড় ইনিংস গড়তে সমর্থ হয়। নিউজিল্যান্ড বড় রান তাড়া করতে নেমে অল্পের জন্য ব্যর্থ হয়েছে। 
হেডের উপর পুরো নির্বাচক কমিটির অগাধ আস্থা ছিল। যে কারনে ইনজুরি সত্ত্বেও তাকে দলে রেখে বেশ সাহসী ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের নিজেদের প্রথম পাঁচ ম্যাচে তিনি খেলতে পারেননি। কাল মাঠে ফিরেই নিজেকে প্রমান করা হেড বলেন, ‘আমি কোন ধরনের চাপ অনুভব করিনি।’
আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মিচেল মার্শকে নিয়ে ইনিংস ওপেন করেছিলেন ওয়ার্নার। ঐ ম্যাচেই হেডের ফেরার কথা ছিল। পাকিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচটিতে ওয়ার্নার ও মার্শ মিলে বিশ^কাপ রেকর্ড ২৫৯ রানের  ওপেনিং জুটি গড়েছিলেন।
হেড বলেন, ‘অবশ্যই দলের একজন সদস্য হয়েও বাড়িতে থাকাটা অনেক সময় অস্বস্তির। আমি মনে করি অনেক কিছুই এখানে জড়িত। মানসিক ভাবেও নিজেকে চাঙ্গা রাখার  বিষয়টি এখানে মূখ্য। দলের প্রয়োজনে মাঠে ফিরেই এমন একটি ইনিংস খেলতে পেরে আমি দারুন খুশী। সত্যিই ব্যক্তিগত ভাবে আমি কোন ধরনের চাপ অনুভব করিনি। শুধুমাত্র নিজের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছি এবং দলের জয়ে অবদান রাখতে চেয়েছি। একটা পর্যায়ে নিজেকে আগ্রাসী হতে হয়েছে। সেখানে কোন ঝুঁকি নিতে চাইনি। আশা করছি আগামী তিন ম্যাচেই এই ধরাবাহিকতা বজায় রাখতে চাই।’
 ব্যাটিং নয় বরং ফিল্ডিংয়ের কারণে তার একাদশে ফিরতে দেরী হয়ে স্বীকার করে  হেড বলেন ‘আমি আগেও বলেছি গত দুই সপ্তাহে ব্যাটিং কোন সমস্যা ছিলনা। কিন্তু ফিল্ডিংয়ে আমি কেমন করি সেটাই দেখার বিষয় ছিল। এখন সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা সবাই সঠিক পথেই আছি।’