বাসস
  ৩১ অক্টোবর ২০২৩, ১৪:৫৮
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৫:০৪

পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করে পাওয়া জয় আমাদের আত্মবিশ্বাস যুগিয়েছে : শাহিদী

পুনে, ৩১ অক্টোবর, ২০২৩ (বাসস) : বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে  নিজেদের আগের ম্যাচে রান তাড়া করে ৮ উইকেটের দুর্দান্ত জয়ের পর দলের আত্মবিশ্বাস  বহুগুণে বেড়ে গিয়েছিল বলে স্বীকার করেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। আর এটাই  গতকাল শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটের জয় পেতে সহায়ক হয়েছে।  
শ্রীলংকার ছুঁড়ে দেয়া ২৪২ রানের জয়ের  লক্ষ্য আফগানরা পৌঁছে যায় ৪৫.২ ওভাবে মাত্র ৩ উইকেটে।  দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে বিশ^কাপে এটি আফগানদের প্রথম জয়। এর আগে চেন্নাইয়ে বাবর আজমের দলের বিপক্ষে ২৮২ রানের লক্ষ্য ৮ উইকেটের বিনিময়ে অর্জণ করেছিল আফগানরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শাহিদী বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের মধ্যে এই আত্মবিশ^াস যুগিয়েছে যেকোন রান তাড়া করতে আমরা প্রস্তুত। শ্রীলংকার বিপক্ষে আমাদের বোলিংয়ের শুরুটা দারুন হয়েছিল। একইসাথে ব্যাটিংয়েও আমরা পেশাদারীত্বের প্রমান দিয়েছি। সার্বিকভাবে আমি দারুন সন্তুষ্ট। 
আফগান অধিনায়ক  আরো বলেন কোচ জোনাথন ট্রট পুরো দলের মানসিকতায়  আমুল পরির্বতন এনেছেন, ‘কোচরা সবসময়ই ইতিবাচক ছিলেন। বিশ^কাপের আগে আমরা কঠোর পরিশ্রম করেছি। এই মুহূর্তে পুরো কোচিং টিম ও ম্যানেজমেন্ট স্টাফ যে ধরনের পরিশ্রম করছে তাতে আমরা আত্মবিশ^াসী হয়ে উঠেছি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ট্রটের কথা আমাদের সকলকে বদলে দিয়েছিল।’
কাল অপরাজিত হাফ সেঞ্চুরি করেছেন শাহিদী। চতুর্থ উইকেটে আজমাতুল্লাহ ওমরজাইয়ের সাথে ১১১ রানের অপরাজিত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের শেষ পর্যন্ত থাকতে পেরে উচ্ছসিত শাহিদী বলেছেন, ‘একজন অধিনায়ক হিসেবে সবসময়ই দায়িত্ব থাকে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া। আমি নিজের সেরাটা দেবার চেষ্টা করেছি। আমি সত্যিই দারুন খুশী। আগামী ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করবো।’
এ সময় শাহিদী স্টেডিয়ামে আগত ভারতীয় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আফগানিস্তান দলকে অভিনন্দন ও ভারতীয় সমর্থকদের আমাদের সমর্থন করার জনয় ধন্যবাদ জানাতে চাই।’
তারকা স্পিনার রশিদ খান কাল ওয়ানডেতে শততম উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছে। শাহিদী বলেন, ‘রশিদ আমাদের দলের সেরা খেলোয়াড় এবং খুবই পরিশ্রমী। সবসময়ই তাকে ঘিরে পুরো দল বেশ উজ্জীবিত অবস্থায় থাকে।’