শিরোনাম
লক্ষ্ণৌ , ২ নভেম্বর ২০২৩ (বাসস) : ওয়ানডে বিশ্বকাপের ৩৪তম ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-নেদারল্যান্ডস। এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দু’দলের।
বিশ^কাপ ছাড়া দ্বিপাক্ষীক বা অন্য টুর্নামেমেন্টে সর্বমোট নয়বার মুখোমুখি হয়েছে আফগানিস্তান-নেদারল্যান্ডস। এরমধ্যে জয়ের দিক দিয়ে এগিয়ে আফগানরা। ৭ ম্যাচে জয় আছে আফগানিস্তানের। ২টিতে জয় পেয়েছে নেদারল্যান্ডস।
২০১২ সালে দ্বিতীয় ও সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে জিতেছিলো নেদারল্যান্ডস। এরপর গত ১১ বছরে ডাচদের বিপক্ষে মাত্র চারবারের দেখায় সবগুলোতেই জয় পায় আফগানরা।
আফগানিস্তানের বিপক্ষে ২০০৯ সালে প্রথম জয় পেয়েছিলো নেদারল্যান্ডস। সেটিই ছিলো আফগানদের বিপক্ষে ডাচদের প্রথম ম্যাচ।
ওয়ানডেতে আফগানিস্তান-নেদারল্যান্ডসের হেড-টু-হেড লড়াই :
৩০-৮-২০০৯: নেদারল্যান্ডস ৮ রানে জয়ী, আমস্টারডাম
০১-০৯-২০০৯: আফগানিস্তান ৬ উইকেটে জয়ী, আমস্টারডাম
০৭-০৭-২০১০: আফগানিস্তান ৬ উইকেটে জয়ী, ভুরবার্গ
১০-০৭-২০১০: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী, রোটারডাম
২৯-০৩-২০১২: নেদারল্যান্ডস ৯ উইকেটে জয়ী, শারজাহ
৩১-০৩-২০১২: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী, শারজাহ
২১-০১-২০২২: আফগানিস্তান ৩৬ রানে জয়ী, দোহা
২৩-০১-২০২২: আফগানিস্তান ৪৮ রানে জয়ী, দোহা
২৫-০১-২০২২: আফগানিস্তান ৭৫ রানে জয়ী, দোহা
সব মিলিয়ে ওয়ানডেতে ৯বার আফগানিস্তান-নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছে :
আফগানিস্তানের জয় : ৭ ম্যাচে
নেদারল্যান্ডসের জয় : ২ ম্যাচে
টাই : ০
পরিত্যক্ত : ০