শিরোনাম
লক্ষ্ণৌ, ৪ নভেম্বর ২০২৩ (বাসস/এএফপি) : নেদারল্যান্ডসের বিপক্ষে শুক্রবার বিশ্বকাপের জয় দেশের বিপর্যস্ত শরনার্থীদের প্রতি উৎস্বর্গ করেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। একইসাথে আফগানিস্তান এখনো সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে বলেও জানান তিনি।
এবারের আসরে এ নিয়ে চতুর্থ জয় নিশ্চিত করেছে আফগানরা। ১১১ বল হাতে রেখে কাল তারা ডাচদের হারিয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। এর আগে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা তাদের শিকারে পরিণত হয়েছিল। গ্রুপ পর্ব শেষ হতে আর মাত্র দুটি ম্যাচ বাকি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে সমান ৮ পয়েন্ট নিয়ে আফগানিস্তান নেট রান রেটে পিছিয়ে গ্রুপ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
এখনো পর্যন্ত অপরাজিত থাকা স্বাগতিক ভারত ইতোমধ্যেই সেমিফাইনাল া নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা শেষ চারে জায়গা নিশ্চিতের পথে রয়েছে।
কাল নেদারল্যান্ডসকে হারানোর পর হাশমতুল্লাহ পাকিস্তান সীমান্তে থাকা লাখো উদ্বাস্তু আফগান জনগনের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ সময় ২৮ বছর বয়সী হাশমতুল্লাহ বলেন, ‘আমার এই বার্তা দেশে থাকা সকলের প্রতি। আমরা সবাই জানি সীমান্তবর্তী এলাকায় লাখো মানুষ কতটা দূর্বিসহ জীবন যাপন করছে। আমরা প্রায়ই তাদের ভিডিও ফুটেজ দেখি, তাদেরকে দেখে সত্যিই কষ্ট হয়। এই কঠিন সময়ে আমরা সকলে তাদের সাথে আছি। আজকের এই জয়টা আমরা তাদের প্রতি উৎস্বর্গ করতে চাই। যারা এই কঠিন সময় পার করছে ও দেশের যারা কষ্টের মধ্যে আছে এই জয়টা তাদের জন্য।’
হাশমতুল্লাহ আরো বলেন, ‘তিন মাস আগে আমি আমার মা’কে হারিয়েছি। আমার পরিবার অত্যন্ত কষ্টের সময় পার করছে। সেমিফাইনালে খেলার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমার দেশ ও আমার পরিবারের জন্য সত্যিই অনেক বড় একটি অর্জন।’
আফগানিস্তান কোচ জোনাথন ট্রট বলেছেন, ‘আমি মনে করি খেলোয়াড়রা দেশের মানুষের কষ্টের সময়গুলো যে অনুভব করতে পারছে এটাই বিশেষ কিছু। আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্পের মত প্রাকৃতিক দূর্যোগে মানুষের সীমাহীন কষ্ট হয়। আমি বিশ্বাস করি এবারের বিশ্বকাপের জয়গুলো কিছুটা হলেও আফগান জনগনের মুখে হাসি ফোটাবে। যা বর্তমানে আমি ড্রেসিং রুমে খেলোয়াড়দের মধ্যে দেখতে পাচ্ছি। এটাই খেলাধুলার সবচেয়ে সুন্দর দিক। এর মাধ্যমের মানুষের খুব কাছাকাছি পৌঁছানো যায়। একইসাথে দেশের মানুষের জন্য কিছু করারও সুযোগ থাকে।’
এর আগে আফগানিস্তান ২০১৫ সালে বিশ্বকাপের প্রথমবারের মত খেলতে এসে শুধুমাত্র স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল। চার বছর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ৯ ম্যাচের সবগুলোতেই তারা পরাজিত হয়েছিল।
গতকাল ১৮০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রহমত শাহর টানা তৃতীয় হাফ-সেঞ্চুরিসহ ৫২ ও হাশমতুল্লার অপরাজিত ৫৬ রানে ভর করে আফগানিস্তান জয় নিশ্চিত করে। অভিজ্ঞ অফ-স্পিনার মোহাম্মদ নবী ২৮ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা।
হাশমতুল্লাহ বলেছেন, ‘মোহাম্মদ নবী একজন বিশেষ খেলোয়াড়। সে খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার। বল হাতে সবসময়ই সে দায়িত্ব নিতে পছন্দ করে। আজকেও তার ব্যতিক্রম ছিলনা।’
¦াগামী মঙ্গলবার পরবর্তী ম্যাচে আফগানিস্তান পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান মোকাবেলা করবে।
জানুয়ারিতে প্রতিবাদস্বরুপ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল অস্ট্রেলিয়া। আফগানিস্তানের নারীদের প্রতি তালেবান সরকারের বিদ্বেষমূলক আচরনের বিষয়টি সামনে নিয়ে এসে অস্ট্রেলিয়া সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয়।
হাশমতুল্লাহ বলেন, ‘আমাদের দলটি দারুনভাবে ঐক্যবদ্ধ। আমরা সত্যিই খুব সংঘবদ্ধ একটি দল। সবাই দলের জন্যই খেলে থাকি।’
এদিকে এবারের টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারানো নেদারল্যান্ডস কাল চারটি রান-আউটের শিকার হয়েছে। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, ‘রান-আউটগুলো আমাদের পিছিয়ে দিয়েছে। এ কারনে আমরা বড় স্কোর গড়তে পারিনি। আফগানিস্তানে বিশ্ব মানের স্পিনার রয়েছে, আমাদের টপ অর্ডার তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারেনি। প্রথমে ব্যাটিং নিয়ে আমরা ভেবেছিলাম ২৮০ রান করতে পারলে সেটা ভাল একটি স্কোর হবে।’