শিরোনাম
মুম্বাই, ১৫ নভেম্বর ২০২৩ (বাসস) : ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশিবার ৫০এর বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। এক্ষেত্রে কোহলি ভেঙেছেন স্বদেশি শচীন টেন্ডুলকার ও বাংলাদেশের সাকিব আল হাসানের রেকর্ড।
আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে বিশ^কাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে টেন্ডুলকার ও সাকিবের রেকর্ড ভাঙেন কোহলি।
বিশ^কাপের চলমান আসরে অষ্টমবারের মত ৫০এর বেশি রানের ইনিংস খেলেছেন কোহলি। বিশ^কাপে এক আসরে সাতটি করে ৫০এর বেশি রানের ইনিংস খেলেছেন টেন্ডুলকার ও সাকিব।
২০০৩ সালে টেন্ডুলকার ও ২০১৯ সালে সাকিব সাতবার করে ৫০এর বেশি রানের ইনিংস খেলেছিলেন। ২০০৩ সালের বিশ^কাপে টেন্ডুলকারের ইনিংসগুলো ছিলো এমন- ৫২, ৩৬, ৮১, ১৫২, ৫০, ৯৮, ৫, ৯৭, ১৫, ৮৩ ও ৪। ২০১৯ সালে মেগা ইভেন্টে সাকিব খেলেছিলেন- ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১, ৫১, ৬৬ ও ৬৪ রানের ইনিংস।
এখন টেন্ডুলকার ও সাকিবের রেকর্ড দখলে নিয়ে নিলেন কোহলি।