বাসস
  ১৭ নভেম্বর ২০২৩, ১৭:০৯

শাস্ত্রীর মতে টেন্ডুলকারের রেকর্ড ভাঙ্গবে কোহলি 

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৩ (বাসস):  ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করেন কিংবদন্তী  শচিন টেন্ডুলকারের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড টপকে যাবার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলির।  
ওয়ানডে  ক্রিকেটের টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ইতোমধ্যেই টপকে গেছেন কোহলি। এই ফর্মেটের ক্রিকেটে এখন কোহিলর দখলে রয়েছে ৫০টি সেঞ্চুরি। মুম্বাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাকিয়ে শচিনকে টপকে যান কোহলি। এখন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ভারতীয় ওই ক্রিকেট আইকন।ক্রিকেটের তিন ফর্মেটে এখন কোহলির সেঞ্চুডরি সংখ্যাট ৮০।  অন্য দিকে  টেন্ডুলকারের সংখ্যা একশ।  অর্থাৎ  টেন্ডুলকারের  রেকর্ড স্পর্শ করতে  মাত্র ২০ সেঞ্চুরির দূরত্বে রয়েছেন কোহলি।
আইসিসির রিভিউ পডকাস্টে শাস্ত্রী বলেন,‘ শচিন যখন ১০০টি সেঞ্চুরি হাকিয়েছিলেন, তখন কে ভেবেছিলেন তার ওই রেকর্ডের কাছাকাছি কেউ আসতে পারবে?  অথচ এখন তার (কোহলি) সংগ্রহে ৮০টি সেঞ্চুরি। তন্মধ্যে ৫০টি সেঞ্চুরি ওয়নডে ম্যাচে। যা তাকে সর্বোচ্চ সেঞ্চুরির অকল্পনীয় আসনে বসিয়ে দিয়েছে।’
 শাস্ত্রীর ভাষ্যমতে কোহলির মতো খেলোয়াড়ের সামনে কোন কিছুই অসম্ভব নয়। ৬১ বছর বয়সি ওই সাবেক তারকা বলেন,‘ এমন খেলোয়াড়ের কাছে অসম্ভব বলে কোন কথা নেই। কারন এইসব খেলোয়াড়রা শতক পুরনের জন্য বেশ দ্রুত রান করে। পরের ১০ ম্যাচে তাকে দেখবেন আরো অন্তত ৫টি সেঞ্চুরি করতে।       
ক্রিকেটের তিন ফর্মেটেই খেলছেন কোহলি। আরো অন্তত তিন থেকে চার বছর খেলার সম্ভাবনা রয়েছে তার। এই সময় তিনি কি করতে পারেন সেটি ভাবতেই রোমঞ্চিত হচ্ছি। ’
চাপের মধ্যেও কোহিলর খেলার গভীরতার প্রশংসা করেছেন শাস্ত্রী। মঙ্গলবার রোহিত শর্মা আউট হবার পর কোহলি যখন মাঠে নেমেছিলেন, তখন মাত্র ৯ ওভার শেষ হয়েছে ভারতীয় ইনিংসের। এরপর  শুভমান গিল ও  শ্রেয়াস আইয়ারের সঙ্গে দুটি বড় পার্টনারশিপ গড়ার মাধ্যমে ভারতকে ৩৯৭ রানে পৌঁছে দেন কোহলি।
সাবেক ব্যাটিং অলরাউন্ডার শাস্ত্রী বলেন,‘ (এই বিশ^কাপে)  আমি  তার সংযম, তার শারীরিক ভাষা, ক্রিজে শান্ত থাকার কথাটি ভাবছি। আগের বিশ্বকাপে তাকে এমনভাবে বেরিয়ে আসতে দেখেছি যেন গরম টিনের ছাদ থেকে বিড়ালের বেড়িয়ে আসছে। তিনি সরাসরি এগিয়ে গেছেন। যেখানে কোন কিছুতে ঘাটতি ছিল না। সময় নিয়ে নিজেকে মানিয়ে নিয়ে, নিজের ভুমিকা চিন্তা  করে ইনিংসের গভীরতায় এগিয়ে গেছেন কোহলি। যা এক কথায় ছিল চমৎকার। ’