বাসস
  ১৯ নভেম্বর ২০২৩, ১৭:৫৫

বুন-ডি সিলভা-মিয়াঁদাদ-স্মিথদের কাতারে কোহলি

আহমেদাবাদ, ১৯ নভেম্বর ২০২৩ (বাসস) : ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সেমিফাইনাল ও ফাইনালে পঞ্চাশোর্ধ  রানের  ইনিংস খেলার তালিকায় নাম তুলেছেন ভারতের বিরাট কোহলি। 
আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়ানডে বিশ^কাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রান করেন কোহলি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে বিশ্বকাপের নক আউটের দুই ম্যাচেই ৫০-এর বেশি রানের ইনিংস খেললেন কোহলি। 
কোহলির আগে বিশ^কাপের নক আউটের দুই ম্যাচে ৫০এর বেশি রানের ইনিংস খেলার নজির গড়েন ইংল্যান্ডের মাইক বিয়ারলি (১৯৭৯ বিশ^কাপ), অস্ট্রেলিয়ার ডেভিড বুন (১৯৮৭ বিশ^কাপ), পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ (১৯৯২ বিশ^কাপ), শ্রীলংকার অরবিন্দ ডি সিলভা (১৯৯৬ বিশ^কাপ), নিউজিল্যান্ডের গ্রান্ট ইলিয়ট (২০১৫ বিশ^কাপ) ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ (২০১৫ বিশ^কাপ)।