শিরোনাম
মস্কো, ১ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক) : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বিভিন্ন হামলার জবাবে মস্কো ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে। খবর এএফপি’র।
শোইগু বলেন, ‘তথাকথিত পাল্টা হামলার ব্যর্থতার প্রেক্ষাপটে কিয়েভ বেসামরিক অবকাঠামোর ওপর সন্ত্রাসী হামলা চালানোর দিকে বেশি মনোযোগ দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘ইউক্রেনের সামরিক স্থাপনার ওপর আমাদের হামলার ব্যাপকতা আরো বাড়ানো হয়েছে।’
রাশিয়া রোববার বলেছে, তারা মস্কো এবং ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে হামলা চালানো ইউক্রেনের কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভক্ত করা হয়। রাশিয়ার রাজধানী, সীমান্ত অঞ্চল এবং ক্রিমিয়ায় ধারাবাহিক হামলার এটি সর্বশেষ ঘটনা।
এসব হামলার ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার ভূখ-ে ফের যুদ্ধ শুরু হয়েছে। এটি অনিবার্য, স্বাভাবিক এবং একেবারে ন্যায্য পদক্ষেপ।’
শোইগু বলেন, সেনাবাহিনী ‘আকাশ ও সমুদ্র পথে’ ইউক্রেনের হামলার বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে।
ক্রেমলিন বলেছে, যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের কারণে ইউক্রেন তাদের হতাশা থেকেই মস্কোতে সাম্প্রতিক ড্রোন হামলা চালায়।