বাসস
  ০৪ আগস্ট ২০২৩, ১০:৫৬

ফ্রান্সের সাথে সামরিক চুক্তি বাতিল : নাইজার জান্তা

নিয়ামে, ৪ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক) : নাইজারের জান্তা সরকার বৃহস্পতিবার বলেছে, গত সপ্তাহের অভ্যুত্থানের পর তারা নিয়ামে ও ফ্রান্সের মধ্যে সামরিক চুক্তি বাতিল করেছে। খবর এএফপি’র।
অভ্যুত্থানকারীদের একজন বৃহস্পতিবার রাতে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেন, ‘ফ্রান্সের উদাসীন মনোভাব এবং এমন পরিস্থিতির ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়ার মুখে ন্যাশনাল কাউন্সিল ফর দ্যা সেফগার্ড অফ হোমল্যান্ড এই রাষ্ট্রের সাথে নিরাপত্তা ও প্রতিরক্ষার ব্যাপারে সহযোগিতা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’