শিরোনাম
মস্কো, ৫ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক) : ক্রেমলিনের কারাগারে বন্দি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি ক্রেমলিনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। নতুন এক মামলার বিচারে আদালত তাকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়ার পর তিনি এ আহ্বান জানালেন। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে দেয়াএক বিবৃতিতে নাভালনি বলেন, ‘তারা আমাকে নয়, আপনাদের ভয় দেখাতে চায় এবং আপনাদের প্রতিরোধ করার ইচ্ছাকে দমন করতে চায়।’
তিনি আরো বলেন, রাশিয়ার ক্ষমতা দখল বিশ্বাসঘাতক, চোর এবং নীতিহীনদের দলের বিরুদ্ধে লড়াই না করেই আপনারা রাশিয়াকে আত্মসমর্পণ করতে বাধ্য করবেন। আপনারা এসব ভন্ডকে প্রতিরোধ করার ইচ্ছা হারাবেন না।’