বাসস
  ১০ আগস্ট ২০২৩, ১১:৩৫

ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে : রাশিয়া

মস্কো, ১০ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক) : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, তারা রাতে ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে । এসবের মধ্যে দু’টি ড্রোন রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল। খবর এএফপি’র।
টেলিগ্রামে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘মস্কো নগরী অভিমুখে উড়ে চলা দু’টি ইউএভি (মনুষ্যবিহীন আকাশযান) ধ্বংস করা হয়েছে।’
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের দু’টি ড্রোন ক্রিমিয়া উপকূলের সেভাস্তোপল শহরের কাছে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং তাদের অপর নয়টি ড্রোন ইলেক্ট্রনিক যুদ্ধ উপকরণ ব্যবহার করে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত করা হয়।
তারা আরো জানায়, এতে ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মস্কো অভিমুখে ইউক্রেনের দু’টি যুদ্ধ ড্রোন ভূপাতিত করার কথা রাশিয়া জানানোর এক দিন পর এই হামলা চালানো হলো। এক সপ্তাহের মধ্যে রাজধানীর কাছে এটি ছিল কমপক্ষে চতুর্থ হামলার ঘটনা।
সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিক হামলার আগ পর্যন্ত মস্কোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়নি। ইউক্রেন সংঘাত এক বছেরেরও বেশি সময় আগে শুরু হয়েছে।