শিরোনাম
জাকার্তা, ১০ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশে বৃহস্পতিবার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। দেশটির আবহাওয়া, জলবায়ু বিদ্যা এবং ভূতাত্ত্বিক সংস্থা এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটি জাকার্তা সময় দুপুর ১টা ১৪ মিনিটে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল বৌল জেলার ৩৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ৪৮ কিলোমিটার গভীরে।
সংস্থা আরো জানায়, এতে সুনামির কোন সম্ভাবনা নেই।