বাসস
  ১৬ আগস্ট ২০২৩, ১২:০৩
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৩:০৩

মিয়ানমারে খনি ধসে ২৫ জনের মৃত্যু

ইয়াঙ্গুন, ১৬ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক) : মিয়ানমারের একটি প্রত্যন্ত অঞ্চলে অনিয়ন্ত্রিত জেড খনিতে ভূমিধসে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা এসব লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার জরুরি বিভাগের কর্মীরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সাম্প্রতিক দিনগুলোতে মিয়ানমারে প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে এবং দেশটির উত্তরাঞ্চলীয় কাচিনের হাপাকান্ট শহরের বাইরে রোববার ভূমিধসের ঘটনা ঘটেছে।
মিয়ানমারের জেড খনি একটি লাভজনক ব্যবসা হলেও অনিয়ন্ত্রিত এ শিল্প খাতে দুর্ঘটনায় বারবার শ্রমিকের মৃত্যু ঘটতে দেখা যাচ্ছে। ২০২০ সালে এক ভূমিধসের পর একই এলাকায় ১৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।
মঙ্গলবার এক উদ্ধারকর্মী এএফপি’কে বলেন, ‘আমরা আজ মোট ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছি।’
তিনি আরো বলেন, সেখানে ভূমিধসের ঘটনায় এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে এবং তাদেরকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মৃতদেহ খুঁজে পেতে উদ্ধারকর্মীদের মাটি খনন করতে হয়েছিল এবং কয়েকটি লাশ খনিতে জমে থাকা পানিতে ভাসছিল।