শিরোনাম
জাতিসংঘ, ১৮ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক) : জাতিসংঘ বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, দক্ষিণ সুদানের মতো দেশগুলোতে সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে ২০২৩ সাল সবচেয়ে বেশি সাহায্য কর্মীদের হতাহতের আরেকটি বছর হতে চলেছে। খবর সিনহুয়ার।
এইড ওয়ার্কার সিকিউরিটি ডেটাবেস গবেষণা দলের তুলে ধরা আংশিক তথ্যের বরাত দিয়ে জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক দপ্তর (ওসিএইচএ) বলেছে, চলতি বছরের এ পর্যন্ত বিশ্বজুড়ে সংকটে ৬২ জন সাহায্য কর্মী নিহত, ৮৪ জন আহত এবং ৩৪ জন অপহৃত হয়েছেন।
জাতিসংঘ দপ্তর আরো জানায়, দক্ষিণ সুদান বিগত বেশ কয়েক বছর ধরে মানবিক নিরাপত্তাহীনতার ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে রয়েছে। ১৬ আগস্ট পর্যন্ত দেশটিতে সাহায্য কর্মীদের উপর চালানো ৪০ হামলায় ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
এদিকে চলতি বছরের এ পর্যন্ত ত্রাণকর্মীদের উপর চালানো ১৭টি হামলায় ১৯ জনের প্রাণহানি ঘটায় সুদান এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ওসিএইচএ’র প্রতিবেদনে আরো বলা হয়, এক্ষেত্রে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, মালি, সোমালিয়া এবং ইউক্রেনে অন্যান্য ত্রাণকর্মী হতাহতের রেকর্ড হয়েছে।