বাসস
  ২৩ আগস্ট ২০২৩, ১২:১৮

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলে দু’টি ড্রোন ভূপাতিত করেছে: মেয়র

মস্কো, ২৩ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক): রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো অঞ্চলে একটি এবং রাজধানীর অন্য একটি শহরে আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। বুধবার রাজধানী অঞ্চলে হামলার ষষ্ঠ রাতে শহরটির মেয়র এ কথা বলেছেন।
সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বলেছেন, ‘আজ রাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলের মোজাইস্কি জেলায় একটি ড্রোনকে গুলি করে। দ্বিতীয় ইউএভি শহরের একটি নির্মাণাধীন ভবনে আঘাত হানে।’
তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মস্কো এবং কিয়েভ সংঘর্ষের সময় নিয়মিত ড্রোন হামলার খবর দিয়েছে, রাশিয়ার ভূখন্ডে হামলা বেড়েছে।
আরআইএ নভোস্তি সংবাদ সংস্থা জানিয়েছে, মস্কো শহরের ব্যবসায়িক জেলায় একটি ‘বিস্ফোরণ’র শব্দ শোনা গেছে।
এতে বলা হয়েছে, ‘একটু পরে, একই এলাকার বিল্ডিং থেকে ধোঁয়া উঠছিল।’
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ জানায়, বিজনেস ডিস্ট্রিক্টে নির্মাণাধীন একটি বিল্ডিং ‘সামান্য ক্ষতি’ হয়েছে।
মস্কোর ভনুকোভো, শেরেমেতিয়েভো এবং ডোমোদেডোভো বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।