শিরোনাম
মস্কো, ২৮ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক) : মস্কো সোমবার বলেছে, তারা ইউক্রেন সংঘাতের তথ্য মার্কিন কূটনীতিকে কাছে পাচার করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে। সে রাশিয়ার নাগরিক এবং দেশটির পূর্বাঞ্চলীয় ভøাদিভোস্তক নগরীতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কর্মচারী। খবর এএফপি’র।
ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) এক বিবৃতিতে বলা হয়, ‘রবার্ট রবার্তোভিচ শোনভকে আটক করে তার অবৈধ কার্যকলাপ দমন করা হয়েছে’ এবং তাকে মস্কোতে মার্কিন দূতাবাসের একজন তথ্যদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।