বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯

কোভিডে আক্রান্ত জিল বাইডেন

ওয়াশিংটন, ৫ সেপ্টেম্বর, ২০২৩(বাসস ডেস্ক): মার্কিন ফাস্ট লেডি জিল বাইডেন কোভিডে আক্রান্ত হয়েছেন। 
পরীক্ষা শেষে সোমবার তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
তবে প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় সংক্রমিত হননি। তাকেও পরীক্ষা করা হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে।
হোয়াইট হাউস সূত্রে এ কথা জানা গেছে। 
করোনায় আক্রান্ত  জিল বাইডেনের(৭২) মৃদু উপসর্গ রয়েছে। সর্বশেষ এক বছর আগে জিল বাইডেনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
প্রেসিডেন্ট বাইডেন(৮০) সোমবার সন্ধ্যায় কোভিড পরীক্ষা করান। তার নেগেটিভ শনাক্ত হয়।
হোয়াইট হাউস বলছে, তিনি নিয়মিত পরীক্ষা চালিয়ে যাবেন এবং উপসর্গগুলো পর্যবেক্ষণ করবেন। 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সম্প্রতি করোনা সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির পরিমাণও বেড়েছে।