শিরোনাম
বামাকো, ৮ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস/এএফপি): মালির সরকার জানিয়েছে, বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চলে নাইজার নদীতে একটি সেনা ঘাঁটি এবং একটি যাত্রীবাহী নৌকায় জিহাদিদের হামলায় ৬৪ জন নিহত হয়েছে।
এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নাইজার নদীতে টিমবুকটু বোট এবং উত্তর গাও অঞ্চলের বাম্বাতে একটি সেনা অবস্থান লক্ষ্য করে পৃথক দ’ুটি হামলা চালালে ‘৪৯ জন বেসামরিক এবং ১৫ জন সৈন্য নিহত হয়ছে।’
প্রতিটি হামলায় কতজন মারা গেছে সরকার তা সুনিদিষ্ট করে জানাতে পারেনি।
তবে আল-কায়দার সাথে সম্পৃক্ত একটি গোষ্ঠী হামলার ‘দায়’ স্বীকার করেছে।