বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩

পেরুতে বাস খাদে পড়ে ২৫ জন নিহত

লিমা, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার সরু পাহাড়ি রাস্তা থেকে একটি বাস ছিটকে গভীর খাদে পড়ে যাওয়ায় ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, দু’টি অ্যান্ডিয়ান শহরের মধ্যে চলাচল করা বাসটি ভোররাতের দিকে হুয়ানকাভেলিকা অঞ্চলে ২শ’ মিটার গভীর খাদে পড়ে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রতিরক্ষামন্ত্রী জর্জ শ্যাভেজ বলেন, ‘এতে ২৫ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।’
দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দুর্ঘটনার কবলে পড়া বাসটি একটি নদীর কাছে পড়ে থাকতে দেখা যায়। বাসটির চারপাশে ধ্বংসাবশেষ এবং ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে রয়েছে।
পুলিশ ও উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার অভিযান চালায়।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য নিউইয়র্কে অবস্থান করা দেশটির প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গত মাসে একই অঞ্চলে একটি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়।