শিরোনাম
বামাকো, ২৩ সেপ্টেম্বর, ২০২৩(বাসস ডেস্ক): মালির উত্তরাঞ্চলীয় টিম্বুকটু শহরে গোলা হামলায় পাঁচজন নিহত হয়েছে।
শুক্রবার এক কর্মকর্তা এ কথা জানান।
স্থানীয় সংবাদ মাধ্যম আঞ্চলিক গভর্ণর বাকাউন কান্তের উদ্ধৃতি দিয়ে বলেছে, বৃহস্পতিবার এ হামলা চালানো হয়।
হাসপাতাল সূত্র বলছে, হামলায় আরো ২০ জন আহত হয়েছে।
এর আগে টিম্বুকটুর অপর এক কর্মকর্তা বলেছেন, জিহাদিরা তিনটি গোলা হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন প্রাণ হারিয়েছে।
উল্লেখ্য, আল কায়েদা সংশ্লিষ্ট জিহাদী জোট সাপোর্ট গ্রুপ ফর ইসলাম এন্ড মুসলিমস(জিএসআইএস) আগস্টে টিম্বুকটু অঞ্চলে যুদ্ধ ঘোষণা এবং প্রতিবেশী অঞ্চল থেকে ট্রাক শহরে প্রবেশের বিষয়ে সতর্ক করে।
এর পর থেকে এ শহরের হাজার হাজার লোক বিশ^ থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।