শিরোনাম
সিডনি, ৫ অক্টোবর, ২০২৩(বাসস ডেস্ক): দাবানলের পর অষ্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
জরুরী পরিষেবাসমূহ বৃহস্পতিবার বন্যার হুমকিতে থাকা ১৩০টি বাড়ির বাসিন্দাদের সরে যেতে বলেছে।
রাজ্যের জরুরী পরিষেবার ডেপুটি চিফ ডেভিড বেকার বলেছেন, প্রবল বৃষ্টিতে পূর্বাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যের ম্যাক এলিস্টার নদী ফুলে পেঁপে উঠেছে।
তিনি বলেন, আমাদের হিসেবে বন্যায় ১৩০টি বাড়ি হুমকির মুখে রয়েছে। এ কারনে আমরা জরুরী সতর্কতা জারি করেছি।
যদিও মাত্র এর দু’দিন আগে দাবানলে পুড়তে থাকা এ রাজ্যের হাজার হাজার হেক্টর জমির আগুন নেভাতে দমকল কর্মীরা প্রাণপন চেষ্টা করে।
দেশটির আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, চলতি বছর অষ্ট্রেলিয়ায় দাবানল মৌসুম তীব্র হবে।