শিরোনাম
মস্কো, ৩১ অক্টোবর, ২০২৩ (বাসস ডেস্ক): রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা মাখাচকালার
বিমানবন্দরে দাঙ্গায় জড়িত ৮৩ জনকে আটক করেছে এবং পুলিশ বিমানবন্দরে ৫০ বারের বেশি তল্লাশি চালিয়েছে। পুলিশ বার্তা সংস্থা তাসকে এ কথা জানায়।
পুলিশ বলেছে, রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় ফেডারেল সিকিউরিটি সার্ভিস অধিদপ্তর ও উত্তর ককেশাসের তদন্ত কমিটি ডিরেক্টরেট মাখাচকালা নগরীর বিমানবন্দরে গণদাঙ্গার আয়োজক ও সক্রিয় অংশগ্রহণকারীদের শনাক্তকরণ ও আটক করার লক্ষে তাদের তদন্ত ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে,বেআইনি কার্যকলাপে অংশ নেওয়া মোট ৮৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ প্রেস অফিস আরো জানিয়েছে, পুলিশ সদস্যরা বিমানবন্দরে ৫০ বারেরও বেশি তল্লাশি চালিয়েছে। দাঙ্গায় তাদের জড়িত থাকার প্রমাণস্বরূপ অফিস সরঞ্জাম ও ফোন জব্দ করেছে।
প্রেস অফিস আরো বলেছে, এই অঞ্চলের পরিস্থিতি আইন প্রয়োগকারী সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে।