শিরোনাম
রিয়াদ, ১ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): সৌদি আরব বুধবার গাজার বৃহত্তম শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানিয়েছে। এই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, ৭ অক্টোবরের হামলায় জড়িত হামাসের এক কমান্ডার এই হামলায় নিহত হয়েছে।
এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সৌদি আরব অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি দখলদার বাহিনীর অমানবিক হামলার সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা জানায়। যার ফলে বিপুল সংখ্যক নিরীহ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে।’