শিরোনাম
মানামা, ৩ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): বাহরাইনের পার্লামেন্টের নিম্নকক্ষ বৃহস্পতিবার ইসরায়েল-হামাস যুদ্ধের জন্য ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত এবং উভয় পক্ষের রাষ্ট্রদূতদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
বাহরাইনের সরকারের গণমাধ্যম শাখা ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার (এনসিসি) ‘কিছু সময় আগে’ রাষ্ট্রদূতদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে, কিন্তু বাণিজ্য সম্পর্কের বিষয়ে কিছু জানায়নি।’
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২০ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী মার্কিন মিত্র বাহরাইনের কোনো সিদ্ধান্তের বিষয়ে তাদের অবহিত করা হয়নি।
বাহরাইন সংসদের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিনিধি পরিষদ নিশ্চিত করেছে যে, ইসরায়েলি রাষ্ট্রদূত বাহরাইন ত্যাগ করেছেন এবং ইসরায়েল থেকে বাহরাইনের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।’
নিম্নকক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্কও স্থগিত করা হয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনিদের সমর্থনে এবং ভ্রাতৃপ্রতীম ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের সমর্থনে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে।
পার্লামেন্টের প্রথম ডেপুটি স্পিকার আবদুলনবি সালমান এএফপি’কে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গাজার চলমান সংঘাত নীরবতা সহ্য করা যায় না।’
এনসিসি বলেছে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখন্ডে ‘বেসামরিকদের জীবন রক্ষায় এই পর্যায়ে অগ্রাধিকার দিতে হবে।’
২০২০ সালে মার্কিন-মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অংশ হিসাবে বাহরাইন এবং ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। চুক্তির অধীনে, ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কোর সাথেও সম্পর্ক স্থাপন করে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা স্পষ্ট করতে চাই যে, বাহরাইন সরকার এবং ইসরায়েল সরকারের কাছ থেকে এই দেশগুলোর রাষ্ট্রদূতদের ফেরত পাঠানোর বিষয়ে কোনো ঘোষণা বা সিদ্ধান্ত পাওয়া যায়নি।’
মন্ত্রণালয় বলেছে, ‘ইসরায়েল এবং বাহরাইনের মধ্যে সম্পর্ক স্থিতিশীল’ রয়েছে।
ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার পর থেকে, ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণ করেছে এবং একটি আক্রমণে স্থল সেনা পাঠিয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বেপরোয়া বিধ্বংসী হামলায় গাজায় ৯,০০০-এরও বেশি লোক নিহত হয়েছে। তাদের দুই-তৃতীয়াংশ নারী ও শিশু।
বাহরাইনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানিয়ে বেশ কয়েকটি বিক্ষোভ দেখা গেছে।