শিরোনাম
জাতিসংঘ, ৭ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ৯ নভেম্বর উন্মুক্ত বৈঠকে বসবে।
জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি লানা জাকি নুসেবেহ এ কথা জানান।
তিনি বলেন, পালাক্রমে চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকা চীন গাজা উপত্যকার মানবিক বিপর্যয়ের বিষয়ে নিয়মিতভাবে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক নিরপত্তা পরিষদের বৈঠকের আয়োজন করবে।
লানা জাকি নুসেবেহ আরো জানান, নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য রাষ্ট্রের উত্থাপিত নিজস্ব খসড়া প্রস্তাবের ওপর আলোচনায় সকল ১৫ সদস্যই অংশ নেবে।
নিরাপত্তা পরিষদ গতমাসে ফিলিস্তিন-ইসরাইয়ে যুদ্ধ সংক্রান্ত চারটি খসড়া প্রস্তাবের একটিও পাশ করতে পারেনি।
নিরাপত্তা পরিষদের অস্থ্য়াী ১০ সদস্য রাষ্ট্র বর্তমানে নিজেরাই একটি খসড়া প্রস্তাব তৈরি করছে। যেখানে পূর্ববর্তী প্রস্তাবের শর্তগুলো জুড়ে দেয়া হবে বলে ধারনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলও গাজায় পাল্টা আক্রমণ শুরু করে। এই আক্রমণ অব্যাহতভাবে চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের অব্যাহত হামলায় এই পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। এদের মধ্যে চার হাজারেরও বেশি নারী ও শিশু রয়েছে।