বাসস
  ২০ নভেম্বর ২০২৩, ১২:৫৬

গাজা উপত্যকায় মানবিক সহায়তার আরেকটি চালান সরবরাহ করবে রাশিয়া

মস্কো, ২০ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় গাজা উপত্যকায় ২৭ টন মানবিক সহায়তার আরেকটি চালান সরবরাহ করবে। মন্ত্রণালয়ের প্রেস দপ্তর এ কথা জানিয়েছে। খবর তাসের।
মন্ত্রণালয় জানায়, ‘মন্ত্রণালয়ের একটি বিমান মাখাচকালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এল আরিশ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ কার্গো বিমানে জেনারেটর, জামাকাপড়, ব্যান্ডেজ সামগ্রী, খাবার ও শিশু সামগ্রী রয়েছে যার মোট ওজন প্রায় ২৭ টন।’
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের নির্দেশে এসব সামগ্রী পাঠানো হচ্ছে।