বাসস
  ২৭ নভেম্বর ২০২৩, ১২:০৭

রাশিয়ার কয়েকটি অঞ্চলকে লক্ষ্যকারি ৯টি ড্রোন ভূপাতিত

মস্কো, ২৭ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো, তুলা, কালুগা ও ব্রায়ানস্কসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলার চেষ্টাকারী নয়টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তার সোশ্যাল মিডিয়া চ্যানেলে বলেছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী  রোববার ভোরে মস্কো অঞ্চলের ওপর দিয়ে মস্কো অভিমুখে উড়ন্ত বেশ কয়েকটি ড্রোনকে বাধা দিয়ে ধ্বংস করেছে। এতে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
খবর সিনহুয়া’র।
ব্রায়ানস্কের গভর্ণর আলেকজান্ডার বোগোমাজ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ব্রায়ানস্ক অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দু’টি ড্রোন ধ্বংস করেছে।