শিরোনাম
ম্যানিলা, ৪ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সোমবার সকালে সর্বশেষ যে ভূমিকম্প আঘাত হেনেছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।
একই এলকায় গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এটি এ এলাকার সর্বশেষ ভূমিকম্প।
মিন্দানাও দ্বীপের হিনাতুয়ান পৌরসভার ৭২ কিলোমিটার উত্তর-পূর্বের ৩০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় সোমবার ভোর চারটার কিছু আগে সর্বশেষ ভূমিকম্পটি আঘাত হানে।
রোববার একই এলাকায় ৬ দশমিক ৬ এবং শনিবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবারের ভূমিকম্পের পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। বড়ো ধরনের ভূমিকম্পের পর বেশ কয়েকবার ছোট ছোট কম্পনও অনুভূত হয়েছে। এছাড়া মিন্দানাওয়ের পূর্ব উপক’লের লোকজনকে ভবন থেকে এবং রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছিল।
ভূমিকম্পে বড়ো ধরনের ক্ষতির কথা জানা যায়নি। তবে দেয়াল ধসে বিসলিং শহরে ৩০ বছরের এক ব্যক্তি মারা গেছে।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘আগ্নেয় বলয়’ বরাবর ফিলিপাইনের অবস্থান হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ঘটে।