বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:২৯

সৈন্য প্রত্যাহারে ভারত সম্মত : মালদ্বীপ

নয়াদিল্লী, ৪ ডিসেম্বর, ২০২৩(বাসস ডেস্ক): ভারত মালদ্বীপ থেকে তার সৈন্য সরিয়ে নিতে রাজি হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে রোববার এ কথা বলা হয়েছে।
কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, একের পর এক গঠনমূলক বৈঠক ও আলোচনার পর ভারতের সৈন্য প্রত্যাহারের বিষয়ে নয়াদিল্লী সরকারের সাথে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে।
তবে সৈন্য প্রত্যাহার কবে করা  হবে সে দিন ক্ষণের বিষয়ে কিছু বলা হয়নি। এছাড়া ভারতের দিক থেকেও কোন কিছু জানানো হয়নি।
দুবাইয়ে কপ২৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর মধ্যে বৈঠকের পর সৈন্য প্রত্যাহারের কথা জানায় মালদ্বীপ।
ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপে সেপ্টেম্বরের নির্বাচনে চায়নাপন্থী মোহামেদ মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হন। 
তিনি বলেছেন, ভারতীয় সৈন্যের জায়গায় চীনা সৈন্য প্রতিস্থাপন করে আঞ্চলিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্য তার নেই।
দেশটির নৌসীমায় টহল দিতে উপহার পাওয়া তিনটি এয়ারক্রাফট পরিচালনার জন্যে ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়েছিল। 
উল্লেখ্য, মুইজ্জুর পূর্বসুরি ইব্রাহিম মোহাম্মদ সলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত ছিলেন।