বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৩, ১৩:১৫

চলতি বছর ৫ লাখেরও বেশি অভিবাসীর পানামায় প্রবেশ

পানাসমা সিটি, ৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : চলতি বছরের এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি যুক্তরাষ্ট্রগামী অভিবাসী পানামায় প্রবেশ করেছে। দেশটিতে অভিবাসী প্রবেশের ক্ষেত্রে এটি নতুন রেকর্ড। কলম্বিয়ার বিপজ্জনক ডারিয়েন জঙ্গল অতিক্রম করে তারা পানামায় যায়। বুধবার পানামা সরকার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পানামার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ম্যানুয়েল পিনো এএফপি’কে বলেন, পানামায় অভিবাসী প্রবেশের এ সংখ্যা ২০২২ সালের সংখ্যার তুলনায় দ্বিগুণেরও বেশি। ২০২২ সালে এ কঠিন যাত্রাপথ অতিক্রম করে ২৪৮,০০০ অভিবাসী পানামায় প্রবেশ করে।
উন্নত জীবনের আশায়  অভিবাসীরা বন্য প্রাণী, গভীর জঙ্গল, নদী এবং অপরাধী চক্রের মতো কঠিণ চ্যালেঞ্জ মোকাবেলা করে ২৬৫ কিলোমিটারের এ দীর্ঘ পথ অতিক্রম করে পানামায় প্রবেশ করে।
এসব অভিবাসীর বেশিরভাগই ভেনিজুয়েলার নাগরিক। তবে এদের মধ্যে ইকুয়েডর, হাইতি, চীন, ভিয়েতনাম, আফগানস্তিান এবং আফ্রিকার দেশগুলোর মানুষও রয়েছেন।