বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪১

ইউক্রেনের সামরিক উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের সাথে স্বারকলিপি স্বাক্ষর করেছে কিয়েভ

কিয়েভ, ৮ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনের সামরিক উৎপাদন বাড়ানোর জন্য কিয়েভ যুক্তরাষ্ট্রের সাথে একটি স্মারকলিপি স্বাক্ষর করেছে। খবর সিনহুয়ার।
উমেরভ ফেসবুকে লিখেছেন, ‘সেখানে আরো অস্ত্র  উৎপাদন করা হবে! ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র যৌথ উৎপাদন এবং প্রযুক্তিগত তথ্য বিনিময় নিয়ে এ স্মারকলিপি স্বাক্ষর করে।’
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনে প্রতিরক্ষা শিল্প সম্মেলন ‘ডিএফএনসি১ : মার্কিন সংস্করণ’ চলার সময় নথিটি স্বাক্ষর করা হয়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইউক্রেনের কৌশলগত শিল্প মন্ত্রণালয় এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগ স্বাক্ষরিত এ স্মারকলিপির আওতায় ইউক্রেনের সেনাবাহিনীর প্রয়োজনে তাদের অস্ত্র উৎপাদন ক্ষমতা গড়ে তুলতে অবদান রাখবে।
প্রতিরক্ষা শিল্প সম্মেলন ‘ডিএফএনসি১: মার্কিন সংস্করণের’ লক্ষ্য হচ্ছে ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প উদ্যোগগুলোর মধ্যে ‘সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা’ সমর্থন করা। যা বুধবার শুরু হয়েছে।
রাশিয়ার সাথে যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন তাদের প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে।