বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪

খেরসনে রাশিয়ার হামলায় নিহত ১, আহত ৪

কিয়েভ, ইউক্রেন, ২৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, দেশটির খেরসন নগরীতে পালিয়ে আসা বেসামরিক লোকে পরিপূর্ণ একটি স্টেশনে রাশিয়ার হামলায় এক পুলিশ সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। খবর এএফপি’র।
ইগর ক্লাইমেনকো বলেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এ নগরীতে মস্কো ব্যাপক বোমা হামলা চালায়। এদিকে সামরিক প্রশাসনের প্রধান, রেল স্টেশনে ভয়াবহ হামলার পর অব্যাহত ড্রোন হামলার সতর্ক বার্তা দেন।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরুর পরপরই রুশ বাহিনী খেরসন দখল করে।
তারা শেষ পর্যন্ত ইউক্রেনের বাহিনীর চাপের মুখে সেখান থেকে সৈন্য প্রত্যাহার করে নিলেও ডিনিপ্রো নদীর অপরপ্রান্ত থেকে শহরটিতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।
টেলিগ্রামে ক্লাইমেনকো বলেন, ‘সন্ধার দিকে খেরসনে প্রায় ১৪০ জন বেসামরিক নাগরিক তাদের সরিয়ে নেওয়ার কাজে ব্যবহার করা একটি ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই মুহূর্তে শত্রু পক্ষ সেখানে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে।’
তিনি বলেন, এতে এক পুলিশ সদস্য নিহত ও আরো চারজন আহত হন। আহতদের মধ্যে দুইজন বেসামরিক এবং দুইজন পুলিশ সদস্য রয়েছেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওই স্টেশনে হামলা চালানোর সময় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক সেখানে উপস্থিত ছিলেন।