শিরোনাম
মস্কো, ৩১ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : রাশিয়া বেলগোরোদ নগরীতে বেসামরিক নাগরিকদের ওপর শনিবারের সন্ত্রাসী হামলার ঘটনায় ইউক্রেনকে অভিযুক্ত করেছে।
একইসঙ্গে দেশটি এ হামলার প্রেক্ষিতে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। সেখানে বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহার করে চালানো এ হামলায় কমপক্ষে ২১ জন নিহত ও এক ডজনেরও বেশি লোক আহত হয়েছে। খবর এএফপি’র।
মস্কো বলেছে, ইউক্রেনকে এ হামলার শাস্তি ভোগ করতে হবে। হামলার প্রতিশোধ গ্রহণে রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন নগরীতে রকেট ও ড্রোন হামলা জোরদার করেছে।
রাশিয়ার আহ্বানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জোরালো দাবি করে বলেছেন, কিয়েভ একটি ক্রীড়া কেন্দ্র, একটি আইস রিঙ্ক এবং একটি বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে হামলা চালায়।
তিনি বলেন, ‘সন্ত্রাসী হামলায় হতাহতের সংখ্যা বাড়ানোর জন্য তারা ক্লাস্টার বোমা ব্যবহার করে।’
‘এটি ছিল একটি বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একেবারে পরিকল্পিত ও নির্বিচার হামলার ঘটনা।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি উভয়ই রোববার নববর্ষের প্রাক্কালে ভাষণ দেবেন।
এদিকে বেলগোরদে হামলার একদিন পর ইউক্রেন বলেছে যে দেশটির বিভিন্ন নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং আরো অনেক লোক আহত হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে শনিবার নতুন করে চালানো হামলায় আরো বেশি হতাহতের ঘটনা ঘটেছে।