বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:৪২

ক্যানারি দ্বীপপুঞ্জে তিন অভিবাসীর মরদেহ ও ১৫ জনকে জীবিত উদ্ধার

মাদ্রিদ, ৩১ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে শনিবার উদ্ধার করা অভিবাসী ভর্তি একটি ডিঙি নৌকায় তিন জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্পেনের সামুদ্রিক উদ্ধার কর্মকর্তারা এ কথা জানান।
স্প্যানিশ জরুরি পরিষেবার এক মুখপাত্র এএফপিকে জানান, এল হিয়েরো দ্বীপের প্রায় ৩১৪ কিলোমিটার দক্ষিণে শেষ বিকেলে উদ্ধারকারীরা নৌকাটি থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। খবর এএফপি’র।
ক্ষুধা, হাইপোথার্মিয়ায় (অস্বাভাবিক শারীরীক তাপমাত্রা কমে যাওয়া) ভোগা জীবিত কিছু মানুষকে হেলিকপ্টারে করে এল হিয়েরোতে নিয়ে যাওয়া হয়।
ক্যানারি দ্বীপপুঞ্জ ও আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলের স্প্যানিশ দ্বীপপুঞ্জে, ২০০৬ সাল থেকে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী আগমন করতে দেখা যাচ্ছে।
বিপদজনক ক্রসিংয়ের ঝুঁকিতে থাকা বেশিরভাগ অনিবন্ধিত অভিবাসী সাব-সাহারার আফ্রিকার (আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমির দক্ষিণে সম্পূর্ণ বা অংশত অবস্থিত দেশগুলো) অধিবাসী।