শিরোনাম
গাজা, ৬ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক): দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে শনিবার একটি বসত বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি মিডিয়া এ কথা জানিয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, বিমান হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু এবং অনেকে আহত হয়েছেন।
স্থানীয় সূত্র সিনহুয়াকে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শনিবার ভোরে মধ্য গাজা উপত্যকার দেইর এল-বালাহ-তেও হামলা চালায়। এতে বেশ কয়েকজন নিহত বা আহত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, চলমান ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ২২,৬০০ জনে পৌঁছেছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় ১৫টি হামলা চালিয়েছে এবং এতে ১৬২ জন নিহত এবং ২৯৬ জন আহত হয়েছে।