শিরোনাম
গাজা সিটি (ফিলিস্তিন), ৯ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরাইলের সাথে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে ২৩,২১০ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইল বাহিনীর হামলায় ১২৬ জন প্রাণ হারিয়েছে।
এদিকে তিন মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে গাজায় মোট ৫৯,১৬৭ জন আহত হয়েছে।