বাসস
  ১২ জানুয়ারি ২০২৪, ১৫:০০
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৫:০৮

কর ফাঁকির অভিযোগে দোষী নন হান্টার বাইডেন : যুক্তরাষ্ট্রের গণমাধ্যম

লস অ্যাঞ্জেলস, ১২ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের একটি ফেডারেল আদালতে কর ফাঁকি দেওয়ার ৯টি অভিযোগে দোষী সাব্যস্ত না হওয়ার আবেদন জানিয়েছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তিনি অনেক দিন ধরেই মনোকষ্টে আছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এই কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
হান্টারের বিরুদ্ধে ব্যবসা এবং মাদকাসক্ত সংক্রান্ত মোট ৯টি অভিযোগ রয়েছে। এসবের মধ্যে তিনটি অপরাধ এবং ছয়টি অপকর্ম সংক্রান্ত মামলা যা অবৈতনিক করের সাথে সম্পর্কিত। এই ব্যাপারে প্রসিকিউটররা বলেছেন, তিনি বেপরোয়া জীবনযাপনে অঢেল অর্থ ব্যয় করেছেন।