শিরোনাম
নিউইয়র্ক, ২০ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র শুক্রবার আনসার আল্লাহ আন্দোলনের জাহাজ বিধ্বংসী তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এদিকে তারা ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় আরো হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কেন্দ্রীয় কমান্ড এ কথা জানিয়েছে। খবর তাস’র।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টকৃত এক বিবৃতিতে কেন্দ্রিয় কমান্ড জানায়, ‘১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী হুথিদের নিক্ষিপ্ত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। ক্ষেপণাস্ত্রগুলো লোহিত সাগর লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল এবং একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।’
বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন বাহিনী আত্মরক্ষার্থে হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো গুলি চালিয়ে ধ্বংস করে।’
শুক্রবার হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী জন কিরবি সর্বশেষ এই হামলার কথা জানান। তিনি বলেন, হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীর চালানো এটি ছিল চতুর্থ আগাম পদক্ষেপ।