বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১

স্বয়ংসম্পূর্ণতা অর্জন সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ

তুলা, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ‘জয়ের জন্য সবকিছু’ ফোরামে অংশগ্রহণকারীদের সাথে বৈঠককালে বলেছেন, বিশ্বের কোন দেশের সার্বভৌমত্বের প্রধান লক্ষণ হচ্ছে- দেশটির তার নিজের দুই পায়ে দাঁড়াতে পারা। খবর এএফপি’র। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে হবে। স্বয়ংসম্পূর্ণতা হচ্ছে সার্বভৌমত্বের মূল সূচক।’
পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া একটি জরাজীর্ণ ও মূল্যহীন দেশে পরিণত হবে, যদি না তারা তাদের নিজের দেশের জনগণকে রক্ষা করে।
তিনি বলেন, ‘আমরা যদি নোভোরোশিয়ার ডনবাস, খেরসন ও জাপোরোজিয়ে অঞ্চলে আমাদের জনগণকে রক্ষা করতে না পারতাম, আমরা যদি ক্রিমিয়ার জনগণকে পরিত্যাগ করতাম, তাহলে শেষ পর্যন্ত আমাদের দেশের কী পরিণত হতো? তাহলে তো আমাদের দেশ একটি ক্ষয়প্রাপ্ত দেশে পরিণত হতো- যা স্বয়ংসম্পূর্ণ নয়। আর এমন দেশ কারোরই প্রয়োজন নেই। যাকে বাইরের সবাই তার প্রাকৃতিক সম্পদের কারণে পৃষ্টপোষকতার সাথে মাথায় থাপ্পড় দিত এবং মানবিক সহায়তা হিসেবে পচা আলু দিত। একই সাথে দেশ থেকে কিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করতো।’
পুতিন উল্লেখ করেন, রাশিয়া তাদের কর্মদক্ষতা দিয়ে সারাবিশ্বের কাছে প্রমাণ করেছে যে- তারা একটি স্বয়ংসম্পূর্ণ দেশ।
প্রেসিডেন্ট উচ্চ-প্রযুক্তির শিল্প-কারখানাসহ বিভিন্ন খাতে রাশিয়ার প্রবৃদ্ধির প্রশংসা করেন।
তিনি আরো বলেন, ‘এসবের মধ্যদিয়ে আমরা নিজেদের এবং সকলের কাছে প্রমাণ করেছি যে আমরা একটি স্বয়ংসম্পূর্ণ দেশ।’