বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৪

জমির অধিকার নিয়ে দক্ষিণ সুদানে হামলায় ১৮ জন নিহত

জুবা, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : দক্ষিণ সুদানের পশ্চিমাঞ্চলীয় বাহর এল গাজল রাজ্যে প্রতিবেশি দেশের সশস্ত্র হামলাকারীরা ১৮ জনকে হত্যা করেছে বা পুড়িয়ে মেরেছে। মঙ্গলবার রাজ্যের অন্তর্বতীকালীন গভর্নর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
আর্কেঞ্জেলো আনিয়ার জানান, প্রতিবেশি দেশের ওয়ারাপ রাজ্য থেকে আসা সশস্ত্র যুবকরা জমির অধিকার নিয়ে বিরোধের জের ধরে থারকুয়েং পায়ামের একটি স্থানীয় বাজার, বাড়িঘর এবং একটি বাজার পুড়িয়ে দিয়েছে। এ সময় ১৮ জন প্রাণ হারায়।
তিনি জানান, নিহতদের মধ্যে শিশু, নারী এবং বয়স্ক মানুষ রয়েছে। তারা পালাতে না পারায় তাদের পুড়িয়ে মারা হয়।
তিনি আরো জানান, সেখানে হামলায় প্রায় ২,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
এদিকে দক্ষিণ সুদানের ওয়ারাপ এবং লেক রাজ্যে প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ায় গত বুধবার ৩৯ জন নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়।
বৃহৎ তেলের মজুদ থাকা সত্ত্বেও বিশ্বের একেবারে দরিদ্র দেশগুলোর অন্যতম দক্ষিণ সুদান একটি জাতি হিসেবে তাদের জীবনের প্রায় অর্ধেক যুদ্ধে কাটিয়েছে। 
এছাড়াও দেশটিকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ক্ষুধা, অর্থনৈতিক মন্দা এবং সাম্প্রদায়িক সংঘাত মোকাবেলা করতে হয়েছে।