বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৪

ডেঙ্গুর বিরুদ্ধে ব্যাপক টিকাদান অভিযান শুরু করেছে ব্রাজিল

ব্রাসিলিয়া, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক): ব্রাজিল ফেডারেল ডিস্ট্রিক্টে ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে টিকাদান অভিযান শুরু করেছে। দেশব্যাপী ৫২১টি  পৌরসভাকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।
মন্ত্রণালয় জানায়, জনস্বাস্থ্য নেটওয়ার্কে ডেঙ্গু প্রতিরোধীকরণকে অন্তর্ভুক্তকারি বিশ্বের প্রথম দেশ ব্রাজিল ২০২৪ সালে ৬৫ লাখ ডোজ প্রাপ্তির মাধ্যমে পর্যায়ক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয় সমগ্র জনগণের জন্য টিকা দেয়ার লক্ষ্য নিশ্চিত করবে। খবর সিনহুয়া’র।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক মন্ত্রী এথেল ম্যাসিয়েল বলেন, অগ্রাধিকারভিত্তিক পৌরসভাগুলোতে মার্চের শেষ পর্যন্ত ১০ থেকে ১১ বছর বয়সী শিশুরা ভ্যাকসিনের প্রথম ডোজ পাবে।
সংক্রমিত ব্যক্তিদের ক্রমাগত বমি ও  পেটে ব্যথার লক্ষণ দেখা যায়। কর্তৃপক্ষ এই ধরনের উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসা সহায়তা চাওয়ার পরামর্শ  দিয়েছে ও  মৌলিক চিকিৎসা হিসেবে হাইড্রেশনের ওপর জোর দিয়েছে।