বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫২

আবহাওয়াজনিত কারণে রকেট উৎক্ষেপণ স্থগিত করেছে জাপান

টোকিও, ১৩ ফেব্রয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক): জাপানের মহাকাশ সংস্থা খারাপ আবহাওয়াজনিত কারণে তাদের প্রযুক্তিগত পরবর্তী প্রজন্মের রকেট উৎক্ষেপণ স্থগিত করেছে।
এ সপ্তাহে রকেটটি উৎক্ষেপণ করার পরিকল্পনা করা হয়েছিল। ওই দিন আবহাওয়া খারাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে। এরআগে দুইবার এটির উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়। খবর এএফপি’র।
জাপানের দক্ষিণাঞ্চলীয় তাগেগাশিমা দ্বীপ থেকে বৃহস্পতিবার এইচ৩ নামের রকেটটি উৎক্ষেপণ করার কথা ছিল।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জিএএক্সএ) বলেছে, ‘যেহেতু সেদিন আবহাওয়া খারাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে, সেহেতু আমরা রকেটটি উৎক্ষেপণ করার সিদ্ধান্ত স্থগিত করেছি।’
তারা আরো বলেছে, এটি উৎক্ষেপণের নতুন তারিখ ঘোষণা করা হবে।