বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৯

নাভালনির মৃত্যু সংক্রান্ত তদন্তের মেয়াদ বাড়িয়েছে রাশিয়া কর্তৃপক্ষ

মস্কো, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : রাশিয়ার তদন্ত কর্মকর্তারা দেশটির প্রয়াত বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির মা এবং তার আইনজীবীদের বলেছেন, কারাগারে তার মৃত্যুর তদন্তের মেয়াদ ‘বাড়ানো হয়েছে’। সোমবার নাভালনির মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মুখপাত্র কিরা ইয়ারমিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় বলেন, ‘এ তদন্ত কতদিন চলবে তা জানানো হয়নি। এদিকে নাভালনির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এক্ষেত্রে তারা মিথ্যা বলছে এবং সময়ক্ষেপণ করছে।’