শিরোনাম
কারাকাস, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক): রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ ভেনিজুয়েলা সফরে কারাকাস এসে পৌঁছেছেন।
সফরকালে ল্যাভরভ ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রী ইভান গিল পিন্টোর সাথে বৈঠক করবেন। এছাড়াও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজের সাথেও তার বৈঠকের কথা রয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখোরোভা বলেছেন, ভেনিজুয়েলার নেতৃত্বের সাথে আলোচনাকালে ল্যাভরভ দু’দেশের কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির সম্ভাবনা নিয়ে কথা বলবেন।
এর আগে মাদুরো বলেছিলেন, ল্যাভরভ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসবেন।
ভেনিজুয়েলা থেকে ল্যাভরভ জি-২০ গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে রিও ডি জেনিরোতে যাবেন। বৈঠকটি ফেব্রুয়ারির ২১ ও ২২ তারিখে অনুষ্ঠিত হচ্ছে।