শিরোনাম
খারকিভ, ইউক্রেন, ২ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক ) : ইউক্রেনের খারকিভ এবং ওদেসা অঞ্চলে গতকাল রাতে রুশ বিমান হামলায় কমপক্ষে দ’ুজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ওদেসার কর্মকর্তারা জানান, এ বন্দর নগরীতে রাশিয়ার এক ড্রোন হামলায় বেশ কয়েকটি উঁচু ভবনের ক্ষতি হয়েছে। এতে এক যুবক প্রাণ হারিয়েছে এবং তিন বছরের এক শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
আঞ্চলিক গভর্ণর ওলেগ কিপার বলেন, ‘তিন বছরের শিশুটি পায়ে আঘাত পেয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
রাশিয়ার এ হামলায় প্রাপ্ত বয়স্ক ৬ জন আহত হয়েছে বলেও তিনি জানান।
এদিকে পুলিশ জানায়, ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে ভেলিকি বুরলুক গ্রামের একটি বাড়িতে রাশিয়ার ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। হামলায় বাড়িটিতে আগুন ধরে যায়।
পুলিশ জানায়, ৭৬ বছর বয়সী বাড়ির মালিককে ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে।‘বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’