বাসস
  ০৪ মার্চ ২০২৪, ১৫:২৮

আইএসএসে নতুন ক্রু পাঠালো স্পেসএক্স

কেনেডি স্পেস সেন্টার, যুক্তরাষ্ট্র, ৪ মার্চ, ২০২৪(বাসস ডেস্ক) : ফ্লোরিডার মহাকাশ কেন্দ্র থেকে রোববার রাতে তিন
মার্কিন এবং এক রুশ নভোচারীকে নিয়ে স্পেসএক্স ফ্যালকন নাইন রকেট আন্তর্জাতিক মহাকাশের (আইএসএস) উদ্দেশ্যে যাত্রা করেছে।
কেনেডির মহাকাশ কেন্দ্র থেকে স্থানীয় সময় রাত ১০টা ৫৩ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। কয়েক মিনিটের মধ্যে এটি আটলান্টিক মহাসাগর ছাড়িয়ে যায়। এটি ঘন্টায় ছয় হাজার মাইল গতিতে যাচ্ছিল বলে নাসার টিভি ভাষ্যকার জানিয়েছেন।
কক্ষপথে স্থিত হতে ক্যাপসুলটির নয় মিনিট সময় লাগে।
এভেন্ডার নামের ক্যাপসুলটিতে তিন পুরুষ ও এক নারী নভোচারি রয়েছে। ইলন মাস্কের স্পেসএক্স চতুর্থবারের মতো ক্যাপসুলটি মহাকাশে পাঠিয়েছে।
এদিকে প্রবল বাতাসের কারণে শনিবার রকেট উৎক্ষেপণ ভেস্তে গিয়েছিল।
ইউক্রেনে ২০২২ সালে রুশ হামলার পর থেকে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে এসে ঠেকলেও মহাকাশে উভয়দেশের একটি ব্যতিক্রমী অভিন্ন সহযোগিতার সম্পর্ক এখনও বিদ্যমান।