বাসস
  ০৪ মার্চ ২০২৪, ২০:২০

ওয়াশিংটন ডিসি’তে হ্যালি প্রথম প্রাইমারিতে জয়ী 

ওয়াশিংটন ডিসি (মার্কিন যুক্তরাষ্ট্র), ৪ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক): মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ মনোনয়ন প্রক্রিয়ার  নির্ধারিত ‘সুপার টিউসডে’র ঠিক আগে দেশটির রাজধানীতে সাবেক দক্ষিণ ক্যারোলিনার গভর্ণর নিকি হ্যালি প্রথম প্রাইমারি’তে জয়ী হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের বিরূদ্ধে চলমান মনোনয়ন প্রাপ্তির  রেসে টিকে থাকায় এটি তার প্রথম বিজয়। মঙ্গলবার ১৫টি রাজ্য ও একটি অঞ্চলের  ভোট গ্রহন করা হবে। খবর এএফপি’র। 
‘ডেমোক্র্যাট’ অধ্যুষিত ওয়াশিংটনে স্বল্প সংখ্যক নিবন্ধিত ‘রিপাবলিকান’ রয়েছেন। হ্যালির জয়ের খবরটি প্রকাশকারি আউটলেটগুলির অন্যতম সিএনএন রোববার জানায়, সেখানে ২২ হাজার  ভোট পড়েছে। ওয়াশিংটনে দলীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পলিটিকো জানায়, নগরীর উপকন্ঠের এক হোটেলে অনুষ্ঠিত একটি কেন্দ্রে হ্যালি প্রাইমারিতে ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে তৎকালীন প্রার্থী জো বাইডেন ওয়াশিংটনে ৯২ শতাংশ ভোট পান। নগরীটিতে কখনোই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েনি।