শিরোনাম
মস্কো, ১৫ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক) : রাশিয়া ও ইউক্রেন রাতভর শত্রু ড্রোন এবং রকেট ভূপাতিত করেছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। খবর এএফপি’র।
কিয়েভ এই সপ্তাহে ভোট গ্রহণের আগে রাশিয়ায় তাদের সবচেয়ে জোরালো বিমান হামলা শুরু করেছে। এই নির্বাচনের মধ্যদিয়ে ভøাদিমির পুতিন আরো ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে তাদের দেশের ভূখ-ের আকাশসীমা থেকে ইরানি ধাচের ২৭টি ড্রোন পাঠায় এবং আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ‘২৭টি শাহেদ ড্রোনের ২৭টিই ধ্বংস করা হয়।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণলয় জানায়, তারা মস্কোর দক্ষিণ-পশ্চিমের বেগোরোদ সীমান্ত এবং কালুগা অঞ্চলে ইউক্রেনের পাঁচটি ড্রোন এবং দু’টি রকেট হামলা ঠেকিয়ে দিয়েছে।
শুক্রবার রাশিয়ার ১১টি টাইম জোন জুড়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিকে মাত্র এক দিন আগে পুতিন স্বীকার করেন যে, তার দেশ একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে।