শিরোনাম
মস্কো, ১৮ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক) : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সোমবার বলেছেন, তার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি শহর এবং গ্রাম দখল করার পর সেখানে মস্কো বাহিনী সুবিধাজনক অবস্থানে রয়েছে। খবর এএফপি’র।
পুতিন টেলিভিশনে প্রচারিত ভাষণে বলেছেন, ইউক্রেনে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পূর্ণভাবে রাশিয়ার সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং বর্তমানে কিছ ুএলাকায় আমাদের ছেলেরা শত্রু পক্ষকে পিছু হটতে বাধ্য করছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে, পুতিন আরো ছয় বছরের জন্য তার দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন।