বাসস
  ২২ মার্চ ২০২৪, ১৭:০০

ইন্দোনেশিয়ার পূর্ব জাভাতে ৬ মাত্রার ভূমিকম্প

জাকার্তা, ২২ মার্চ, ২০২৪ (বাসস-ডেস্ক): ইন্দোনেশিয়র পূর্ব জাভা প্রদেশে শুক্রবার রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামি সৃষ্টি হয়নি। দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা এ কথা জানিয়েছে।
জাকার্তার সময় সকাল ১১:২২ মিনিটে (০৪২২ জিএমটি) সমুদ্রের নিচের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তুবান রিজেন্সির ১৩২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। 
এজেন্সি থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কারণ কম্পন সম্ভাব্যভাবে বিশালাকার তরঙ্গ সৃষ্টি করবে না। ইন্দোনেশিয়া একটি দ্বীপপুঞ্জের দেশ, আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের একটি টেকটোনিক বেল্ট, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বরাবর অবস্থানের জন্য দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।